- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস। ভাষা আন্দোলন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। জন-নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ, দূর্যোগ ব্যবস্থাপনা ও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভুমিকা অনন্য। দেশের প্রতিটি উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি করে কার্যালয় রয়েছে, যা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় হিসাবে পরিচিত। শিল্প ও অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর জেলার অন্তর্গত সদর উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়টি জেলা কার্যালয়ের মুল ভবনের পাশে একটি সেমিপাকা ভবনে অবস্থিত এবং এখান থেকেই পরিচালিত হচ্ছে উপজেলা পর্যায়ে বাহিনীর সকল প্রশাসনিক, আভিযানিক, প্রশিক্ষণ ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম।
-
মোঃ তানজির আজাদ, পিভিএম
বিএভি- ২১০০০০৮৬৮
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
গাজীপুর সদর, গাজীপুর।